ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যু মামলা নিয়ে মুখ খুললেন শাবনূর
ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর রহস্যময় মৃত্যু নিয়ে দীর্ঘ ২৯ বছরের তদন্তের পর নতুন করে হত্যা মামলা দায়ের হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় সালমান শাহ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধারের পর ধারণা করা হয়, তিনি আত্মহত্যা করেছেন। তবে তার পরিবার আজও দাবি করে, তাকে হত্যা করা হয়েছে।
গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের করা মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন।
আদালতে মামলা বিচারাধীন থাকায় এতদিন বিষয়টি নিয়ে মুখ খুলেননি অভিনেত্রী শাবনূর। কিন্তু সোমবার সন্ধ্যায় তিনি তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে সালমান শাহর সঙ্গে নিজের নাম জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের নিন্দা জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।
শাবনূর স্ট্যাটাসে জানান, সালমান শাহর অকাল মৃত্যুতে তিনি ব্যক্তিগতভাবে গভীর ক্ষতির সম্মুখীন হয়েছেন। সেই সময় তাদের সফল জুটি অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। “নিজেদের দোষ আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে,” মন্তব্যে উল্লেখ করেছেন তিনি।
তিনি আরও বলেন, ২৯ বছর আগে সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। “আমি বিদেশে থাকাকালীন সংবাদ মাধ্যমে এই বিষয়ে অবহিত হয়েছি। অনেকেই আমার মন্তব্য জানতে চাইছেন, কিন্তু বিচারাধীন হওয়ায় আগে কথা বলতে চাইনি। কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং সবাইকে সত্যতা-বহির্ভূত তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করছি।”
শাবনূর জানান, তিনি এবং সালমান শাহ একসাথে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছেন। সালমান ছিলেন জনপ্রিয়, শক্তিশালী ও প্রতিভাবান অভিনেতা। তার সঙ্গে কাজ করে তার চলচ্চিত্র ক্যারিয়ার উজ্জ্বল হয়েছে।
তিনি বলেন, “সালমান শাহর মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীর ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের জুটি অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে আজও বলতে চাই, সালমান শাহ কীভাবে মারা গেছে তা আমি জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার চাই। যে-ই দোষী হোক না কেন, তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক—এটাই আমার একান্ত প্রত্যাশা।”
শাবনূর সালমান শাহর পরিবার বিশেষ করে তার মা নীলা আন্টির প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেছেন এবং প্রয়াত নায়কের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আপনার মতামত লিখুন