নির্বাচন ঢাকা থেকে করব, পদত্যাগ নির্ভর করছে সরকারের ওপরঃ আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ঢাকা থেকেই নির্বাচন করবেন এ ব্যাপারে প্রায় নিশ্চিত। তবে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের সময় নির্ধারণ এখনো সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
রোববার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে তিনি ভোটার হওয়ার আবেদন করেন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত আসিফ মাহমুদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, “যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব, তাই নিজের ভোটও ঢাকায় স্থানান্তর করছি। আগের দুই নির্বাচনে ভোট দিতে পারিনি, এবার যেন ভোট দিতে পারি, সেটি নিশ্চিত করতে চাই। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ইনশা আল্লাহ ঢাকা থেকেই নির্বাচনে অংশ নেব।”
কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, “এ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা আছে, ভবিষ্যতে দেখা যাক কী হয়।”
বিএনপি এখনো ঢাকা-১০ আসনে প্রার্থী ঘোষণা করেনি এই প্রসঙ্গ টানলে তিনি বলেন, “আমার সঙ্গে কোনো রাজনৈতিক দলের আলোচনা হয়নি। কে আসন ফাঁকা রাখছে বা দিচ্ছে, সেটা আমার জানার বিষয় নয়। আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেব।”
সরকারি পদ থেকে কবে পদত্যাগ করবেন এমন প্রশ্নে তিনি জানান, “নিশ্চিতভাবেই নির্বাচন করব। তবে পদত্যাগের সময় নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। আলোচনার পর শিগগিরই সে বিষয়ে জানাব।”
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে মতবিরোধ প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য সময় দেওয়া হয়েছে। তাদের মতামত পাওয়ার পর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

আপনার মতামত লিখুন