সাভারের ফুলবাড়িয়া ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের মহোৎসবঃ নায়েব জাহাঙ্গীরের দালাল সিন্ডিকেটে জিম্মি জনসাধারণ
জনদুর্ভোগ ও ঘুষ বাণিজ্য বন্ধে দেশের সকল ভূমি অফিসে সরকার ডিজিটাল পদ্ধতি চালু করলেও সেসব সেবা মুখথুবড়ে পড়েছে সাভারের ফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে। ডিজিটাল সেবা এখানে নামকাওয়াস্তে, অনেকটা
“” কাজীর গরু কেতাবে আছে, গোয়াল শূন্য “”। এ অফিসে “” ঘুষ ছাড়া নড়েনা ফাইল, মেলেনা সেবা “”।
আর তাই সেবাপ্রত্যাশীরাও ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) জাহাঙ্গীর আলমকে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন। দারস্থ হচ্ছেন দালালদের। জাহাঙ্গীর আলমের বেঁধে দেওয়া রেট অনুযায়ী কর্মসম্পাদনে দাপিয়ে বেড়াচ্ছে দু’ডজন চিহ্নিত দালাল।
ভুক্তভোগী আ:সোবহান ও শাহাদাত হোসেন ঠিকানা গোপন রাখার শর্তে অভিযোগ করে বলেন, নামজারি, খাজনা- খারিজ সহ নানা কার্যক্রমে সরকারি ফির চাইতেও ১০গুণ/১৫ গুণ বেশি টাকা হাতিয়ে নিচ্ছে নায়েব জাহাঙ্গীর আলম ও তাঁর সৃষ্ট এই শক্তিশালী দালাল সিন্ডিকেট। অন্যথায় মাস -বছর পেরিয়ে গেলেও সমাধান মিলছেনা। তবে দাগ নাম্বার বা ভোটার আইডি কার্ডে (NID) বানান ভুল থাকলে ভূক্তভোগীদের গুণতে হয় লক্ষাধিক টাকা।
সাভার উপজেলার প্রতিটি মৌজাতেই গত তিন দশকে অস্বাভাবিকভাবে বেড়েছে ভূমির মূল্য। আর এ সুযোগকে কাজে লাগিয়ে ঘুষের রেট আকাশচুম্বী করে দিয়ে জাহাঙ্গীর আলমসহ অধিকাংশ ভূমি কর্মকর্তাই হয়েছেন অঢেল বিত্তবৈভবের মালিক।
ভুক্তভোগী মোশাররফ হোসেন বলেন, ভূমি অফিসগুলোতে সনাতন পদ্ধতির(এনালগ) পরিবর্তে ডিজিটালাইজ্ড হলেও কমছে না দালাল চক্রের দৌরাত্ম্য। ডিজিটাল পদ্ধতিতে আবেদন করে দুই বছরেও মিলছে না নামজারিপত্র বা খারিজ। এর জন্য সরকারি ফি ১ হাজার ১০০শ ৭০ টাকা। কিন্তু দালাল চক্রের মাধ্যমে তহশিলদার জাহাঙ্গীর স্যারকে সরকারি ফিস বাদে ১০/১২ হাজার টাকা ধরিয়ে দিতে পারলেই ১০ কর্মদিবসের মধ্যেই মিলছে নামজারি, মিসকেস সহ সকল সমস্যার সমাধান।
আরেক ভুক্তভোগী বলেন, কেউ সরাসরি এসিল্যান্ড স্যারের কাছে কাগজ-পত্র জমা দিলে সে কাজ আর কখনোই সমাধান হয়না। কারণ ফুলবাড়িয়ার নায়েব জাহাঙ্গীর আলম সেসব কাগজপত্রের এগেনেস্টে ভুলভাল নাম আর দাগ নাম্বার দেখিয়ে এসিল্যান্ড স্যারকে বিভ্রান্ত করেন। তাই এসিল্যান্ড অফিস থেকে সেসব ফাইল বাতিল করে দেওয়া হয়।
এসব অভিযোগের বিষয়ে এসিল্যান্ড আব্দুল্লাহ আল আমিন বলেন, আমি মাত্র কয়েকদিন হলো যোগদান করেছি। আমি বিষয়গুলো খোঁজ নিয়ে দেখে সংশ্লিষ্টতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন