বিতর্কের মুখে বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডনের এমপি আপসানা বেগম
ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলীর বিতর্কের পর এবার লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত পপলার অ্যান্ড লাইমহাউস এলাকার সংসদ সদস্য আপসানা বেগম নতুন বিতর্কের মুখে পড়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ এসেছে, উল্লেখযোগ্য আয় থাকা সত্ত্বেও তিনি এখনও কাউন্সিলের ঘরে বসবাস করছেন, যা সাধারণত নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দ। এক স্থানীয় বাসিন্দা লিখেছেন, এলাকায় অনেকেই সরকারি বাসার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। অথচ একজন এমপি এখানে থাকছেন, এটি ন্যায়সঙ্গত নয়।
সমালোচনার বিপরীতে আপসানার সমর্থকরা বলেছেন, আপসানা বেগম পারিবারিক নির্যাতনের শিকার এবং সংখ্যালঘু নারী হিসেবে রাজনীতিতে কাজ করছেন। সাধারণ নাগরিকের মতো সরকারি সুবিধা নেওয়ায় তাকে দোষারোপ করা ঠিক নয়। তবে সমালোচকরা মনে করেন, এমপি হিসেবে উচ্চ বেতন ও সুবিধা ভোগ করার পরও সরকারি বাসায় থাকা নৈতিকভাবে সঠিক নয়; দরিদ্রদের জন্য বরাদ্দ ঘর ত্যাগ করা উচিত ছিল।
আপসানা বেগমের রাজনৈতিক জীবন শুরু হয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে, যেখানে তার প্রয়াত বাবা জনপ্রতিনিধি ছিলেন।তার পরিবারের শিকড় বাংলাদেশের সুনামগঞ্জে। সংসদে পারিবারিক সহিংসতা ও নারীর নিরাপত্তা নিয়ে তার সাম্প্রতিক আবেগঘন বক্তব্য প্রশংসিত হয়েছিল, যা তাকে সাধারণ মানুষের কাছে সহমর্মী নেত্রী হিসেবে পরিচিত করেছে। স্থানীয় রাজনৈতিক মহলে এখন তীব্র আলোচনা চলছে, যেখানে প্রশ্ন উঠেছে একজন প্রভাবশালী এমপি কি সাধারণ নাগরিকদের জন্য বরাদ্দ সরকারি সুবিধা ভোগ করা উচিত কি না।
ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশী বংশোদ্ভূত এমপিদের অবস্থান ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।বর্তমান সংসদে চারজন বাংলাদেশী বংশোদ্ভূত এমপির মধ্যে ইতোমধ্যেই বিতর্কের কারণে মন্ত্রীত্ব ছাড়তে হয়েছে। রোশনারা আলী ৭০০ পাউন্ড বাড়িভাড়ার বিতর্কে পদত্যাগ করেছেন, টিউলিপ সিদ্দিকও আর্থিক সুবিধা সংক্রান্ত বিতর্কে পদত্যাগ করেছেন। আপসানা বেগম এখন নতুন বিতর্কে যুক্ত হয়েছেন। এ বিষয়ে আপসানা বেগমের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন