সাংবাদিকের মামলায় ৫ মাসেও গ্রেপ্তার নেই, হামলার ভিডিও লিংক চাইলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিয়ে সংবাদ সংগ্রহকালে মোটর শ্রমিকদের হামলা শিকার হন সাংবাদিক মো. রায়হান হোসেন। বিভিন্ন গণমাধ্যমে মাধ্যমে সংবাদটি প্রচার হয়। তাৎক্ষণিক অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযানে নামে সেনাবাহিনী। এরপর ওই দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়।
তবে মামলায় পাঁচ মাস পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম এর কাছে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। অপরাধীদের আইনের আওতায় আনার অনুরোধ জানিয়ে মামলার বাদী মো. রায়হান হোসেন ওসি আসলামকে বলেন, ‘গণমাধ্যমে নিউজ হয়েছে, সেখানে প্রত্যক্ষদর্শীদের সাক্ষী রয়েছে, এবং ভিডিওর মধ্যে রয়েছে লাঠি হাতে ব্যক্তিদের ছবি, তবেও কেন গ্রেপ্তার করা হচ্ছে না।’ জবাবে ওসি বলেন, ‘তদন্ত করে আমরা সরাসরি মারছে এমন কোনো ভিডিও পাইনি, সাক্ষী ও পাইনি, ভিডিওতে মারার দৃশ্য দেখায় সেই ভিডিও লিংক দিয়েন।
বাদী ওসিকে আরো প্রশ্ন করেন পাঁচ মাস হয়ে যাওয়ার পরে এখনো কাউকে ধরতে পারলেন না, তবে ব্যর্থকতা কি পুলিশের? প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘হ্যাঁ, পারিনি, ব্যর্থতা হলে কিছু করার নেই।’
বাদী জানান, সেদিনের হামলার পরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) একবারও বাদীর সঙ্গে যোগাযোগ করেননি। বাদী নিজে যোগাযোগ করলে পুলিশ কর্মকর্তা বিভিন্ন অজুহাতে এড়িয়ে যান।

আপনার মতামত লিখুন