ঠাকুরগাঁও ২ আসনে বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলায় এলাকায় উত্তেজনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ । ১:২৬ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আমজানখোর ইউনিয়নে রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি ব্যানার ছিঁড়ে ফেলেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালেই এলাকাবাসী ব্যানার ছেঁড়া অবস্থায় দেখতে পায়। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়ন হরিণমারি বাজারে সোমবার  রাতে কে বা কারা ব্যানারটি ছিঁড়ে ফেলে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় একাধিক সচেতন নাগরিক জানান“এ ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতি নষ্ট করে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।”

ইউনিয়ন সভাপতি বলেন,আমাদের ব্যানারের পাশে ধানের শীষ ব্যানার আছে সে ব্যানারে কিছু হলো না,

আর আমাদের জননেতা মাওলানা আব্দুল হাকিম এর ব্যানারের অবস্থা নাজেহাল করে দিয়েছে এই ব্যক্তিগুলোকে চিহ্নিত  করে ব্যবস্থা নেওয়ার দাবি ।

  কপিরাইট © দূর্নীতির ডায়েরি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন