টেস্ট সিরিজের ১৪ সদস্যের দল ঘোষণা: ফিরলেন মাহমুদুল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ । ১১:১৮ পূর্বাহ্ণ

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার ঘোষিত দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।

এই মাসে বাংলাদেশে খেলতে আসছে আইরিশরা। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, সিলেটে, এবং দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর, মিরপুরে।

মাহমুদুল সবশেষ খেলেছেন গত এপ্রিলে, সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজের পর বাংলাদেশ জুনে শ্রীলঙ্কা সফরে যায়। ওই সিরিজে ছিলেন নাঈম হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন ও এনামুল হক বিজয়। তবে তাদের জায়গা হয়নি আয়ারল্যান্ড সিরিজে।

বাংলাদেশ টেস্ট দলে আবার ডাক পেয়েছেন হাসান মুরাদ। আইরিশদের বিপক্ষে তিনি সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় থাকবেন। এর আগে শ্রীলঙ্কা সফরে থাকলেও খেলা হয়নি তার।

বাংলাদেশ টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে। দিন দুয়েক আগে এই বাঁহাতি ব্যাটারকে আবারও নেতৃত্বে ফেরায় বিসিবি। এর আগে চার মাস আগে তিনি অভিমানে অধিনায়কত্ব ছাড়েন।

বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন, হাসান মুরাদ।

  কপিরাইট © দূর্নীতির ডায়েরি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন