তিন দিন আগে নিজের ক্রিকেট ক্যারিয়ার, জাতীয় দলে অবহেলা, বঞ্চনার শিকার ও সিন্ডিকেট নিয়ে কালের কণ্ঠকে এক সাক্ষাৎকার দেন জাহানারা আলম। সেই সাক্ষাৎকারে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম, বিসিবির নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদুর রহমান ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে নানা অভিযোগ করেন বর্তমানে অস্ট্রেলিয়া থাকা এই পেসার।
তারই ধারাবাহিকতায় এবার মঞ্জুরুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন জাহানারা। সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার নাকি তার সঙ্গে যৌন হয়রানি করেছেন।আজ ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানান তিনি। বাংলাদেশি পেসার বলেছেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে এলেন, আমার কাঁধে হাত রেখে বলতেছেন, তর পিরিয়ডের কত দিন চলতেছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকব চলে আসিস।
ম্যাচ শেষ হওয়ার পর সাধারণত দুই দলের খেলোয়াড় কোচরা একে অপরের সঙ্গে হাত মেলান। তবে মঞ্জু নাকি ম্যাচ শেষে তার সঙ্গে হাত না মিলিয়ে জড়িয়ে ধরতেন বলে জানান জাহানারা। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনেকবার এ বিষয়ে অভিযোগ দিলেও কোনো বিচার পাননি বলে জানান জাহানারা।সব মিলিয়ে বাংলাদেশের হয়ে ১৩৫ ম্যাচ খেলা এই পেসার বলেছেন, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের যিনি হেড (তৎকালীন বিসিবির নারী উইঙ্গের হেড) নাদেল স্যার, উনাকে বারবার বলেছি। এক-দুই দিন ঠিক হইতো, পরে আবার যা তা-ই।’

ক্রীড়া ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ । ১১:৪৩ অপরাহ্ণ