“তোমার কথা রাখতে পারলাম না” স্ত্রীকে চিঠি লিখে, পাবনার ঈশ্বরদীতে নিয়মিত অনলাইন জুয়ায় হেরে সেলিম হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইপিজেড মোড়, যুক্তিতলার একটি ভাড়া বাসার বাঁসের ডাবের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী ঈশ্বরদী ইপিজেটে আইএমবিডি কোম্পানীতে চাকুরীর সুবাদে চার-পাঁচ মাস পূর্বে যুক্তিতলার আব্দুল আজিজের বাড়িতে সাত বছরের একটি মেয়েসহ তারা ভাড়াটিয়া হিসাবে উঠেন।
নিহত সেলিম হোসেন ঘরে বসে অনলাইনে জুয়া খেলতেন। নিয়মিত হারার কারণে তিনি সব বিক্রি করে নিঃস্ব হয়ে আত্মহত্যার পথ বেছে নেন। স্ত্রী খাদিজা বেগম ডিউটি শেষে বাসায় এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ঘরের ডাবের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় তাকে দেখতে পান।
নিহত সেলিম নাটোর জেলার নগর ইউনিয়নের থানাইপাড়া গ্রামের বাবু হোসনের পুত্র। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা দাবি করছেন, অবিলম্বে সরকার এই অনলাইন জুয়া বন্ধ করুক। তাদের মতে, অনলাইন জুয়ার কারণে সমাজের অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ নিঃস্ব হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
ইপিজেড পুলিশ ফাঁড়ির ওসি মনিরুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে অনলাইনে জুয়ায় হেরে মানসিক বিষন্নতায় আত্মহত্যা করেছে। সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে।”

পাবনা প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ । ৪:০৭ অপরাহ্ণ