ঢাকা থেকে ছেড়ে আসা তাজ পরিবহনের একটি নৈশ কোচে নারী যাত্রীর সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণের অভিযোগ উঠেছে কোচের সুপারভাইজার হাফিজুর রহমানের বিরুদ্ধে।
জানা যায়, যাত্রাপথে সুপারভাইজার হাফিজুর রহমান ওই নারী যাত্রীর সঙ্গে অশালীন আচরণ করলে তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে তার স্বামীকে বিষয়টি জানান। পরে স্বামী স্থানীয়দের অবগত করলে তারা রাতেই রুহিয়া চৌরাস্তায় কোচটি আটকে রাখে।
তবে এসময় অভিযুক্ত সুপারভাইজার হাফিজুর রহমানকে কোচে পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয়রা তাজ পরিবহনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ । ১১:২৮ পূর্বাহ্ণ