জামায়াতে যোগদানের মিথ্যা প্রচারের প্রতিবাদে মধুপুরে বিএনপির সংবাদ সম্মেলন

টাঙ্গাইল প্রতিনিধিঃ
প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ । ৮:১৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ১নং ওয়ার্ডের ৪০ জন বিএনপি নেতা–কর্মী জামায়াতে ইসলামে যোগ দিয়েছেন এমন মিথ্যা তথ্য ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মধুপুর পৌর বিএনপি।

রোববার বিকেলে মধুপুর পৌর বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনকে বিজয়ী করার লক্ষ্যে আমরা মাঠে কাজ করছি। বিএনপির বার্তা পৌঁছে দিতে ঘরে ঘরে যাচ্ছি। ঠিক সেই সময়ে জামায়াত ইসলাম নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

তিনি অভিযোগ করেন, “গত শনিবার (৮ নভেম্বর) রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের নাগবাড়ী দাখিল মাদ্রাসায় জামায়াত ইসলাম একটি সভা করেছে। সেখানে তারা দাবি করেছে, বিএনপির ৪০ জন নেতা–কর্মী জামায়াতে যোগ দিয়েছেন যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, যুবদল সভাপতি শাহীনুর রহমান, স্বেচ্ছাসেবকদল সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

খন্দকার মোতালিব হোসেন বলেন, “এই অপপ্রচারের মাধ্যমে জামায়াত বিএনপির কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জনগণকে এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই।”

  কপিরাইট © দূর্নীতির ডায়েরি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন