ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৬০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায়।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষ হয়। দলীয় মনোনয়ন পান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন। অন্যদিকে, মনোনয়ন না পাওয়া আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকদের সঙ্গে তার পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
রবিবার বিকেলে দুই পক্ষই আলাদা স্থানে সভা আহ্বান করে। ইকবাল পক্ষ সরকারি কলেজ হোস্টেল মাঠে, আর হিরণ পক্ষ মধ্যবাজার এলাকায় সভা আয়োজন করে। বিকেল চারটার দিকে দুই পক্ষের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় মুখোমুখি হয় এবং সংঘর্ষ শুরু হয়। ইটপাটকেল ছোড়া, মারধর, ভাঙচুর—সবই চলে কয়েক ঘণ্টা।
সংঘর্ষে তানজির আহমদ আবিদ (২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হন। উভয় পক্ষের কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। বহু দোকান, অফিস, বাড়িঘর ও প্রায় ৪০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। কিছু জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। সন্ধ্যার পর থেকে সেনাবাহিনী ও পুলিশ শহরে টহল দিচ্ছে।

গৌরীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ । ১০:০৬ অপরাহ্ণ