৯ নভেম্বর ২০২৫ (রবিবার) — রাজধানীর মিরপুরে আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মিরপুর প্রেসক্লাবের কাউন্সিল-২০২৫।
অনুষ্ঠানটি বিকেল ৪টায় শহীদ নিউটন কমিউনিটি সেন্টারে (৮নং ওয়ার্ড), রাইনখোলা, চিড়িয়াখানা রোডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমিনুল হক, আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম খান মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, এবং সানজিদা ইসলাম তুলি, সংগঠক “মায়ের ডাক”।
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা, প্রদান উপার্জী মিরপুর প্রেসক্লাব ও সম্পাদক দ্যা এক্সাম্পল।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ঐক্য, পেশাগত নৈতিকতা রক্ষা ও গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন। প্রধান অতিথি আমিনুল হক বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। সাংবাদিকরা নির্ভীকভাবে সত্য প্রকাশ করলে সমাজ উপকৃত হয়।”
অনুষ্ঠানে মিরপুর এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বহু সাংবাদিক, সামাজিক সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা ও নতুন নেতৃত্ব গঠনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এম এ রশিদ
প্রকাশের সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ । ১০:০৯ পূর্বাহ্ণ