ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুনঃ নিহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ । ২:০১ অপরাহ্ণ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে থাকা চালক জুলহাস মিয়া (৩৫) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজার এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে। নিহত জুলহাস ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ফুলবাড়িয়ায় পৌঁছায়। তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পের সামনে থামলে যাত্রীরা নেমে যান।

এসময় দুর্বৃত্তরা হঠাৎ এসে বাসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুনে বাসটি দাউদাউ করে জ্বলে ওঠে। ভেতরে থাকা চালক জুলহাস বাসের ভেতরেই পুড়ে অঙ্গার হয়ে মারা যান।

ওসি আরও জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

  কপিরাইট © দূর্নীতির ডায়েরি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন