জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ঠিক করাসহ পাঁচ দাবিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ সমমনা আট দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকেই আট দলের নেতাকর্মীদের মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে পল্টন মোড় এলাকা। সমাবেশে যোগ দিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সকাল থেকেই পল্টন মোড়ে জড়ো হতে থাকেন আট দলীয় নেতাকর্মীরা। স্লোগান, ব্যানার আর পতাকায় পুরো এলাকা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।
দুপুর দুইটার দিকে সমাবেশের কার্যক্রম শুরু হলেও দুপুর ১টার আগেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে। রাজধানীর পল্টন, প্রেসক্লাব, বিজয় নগর, বায়তুল মোকাররম পর্যন্ত লোকে লোকারণ্য দেখা যায়। পল্টন মোড়েই পিকআপ ভ্যানে বানানো হয় সমাবেশের মঞ্চ। দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
এ সময় আট দলের নেতাকর্মীরা ‘নভেম্বরেই গণভোট-দিতে হবে, দিয়ে দাও’, ‘জুলাই সনদ বাস্তবায়ন-করতে হবে করতে হবে’, ‘আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই)।
বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁনসহ আট দলের শীর্ষ নেতারা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ । ২:০৯ পূর্বাহ্ণ