ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরোধে স্থবির হয়ে পড়েছে ঢাকা–খুলনা ও বরিশাল মহাসড়ক।
বৃহস্পতিবার সকালে দলটির ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে।
ভোর থেকেই আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা ঢাল, তলোয়ার, রামদা, টেটা ও শরকি–জাতীয় দেশীয় অস্ত্র হাতে নিয়ে সড়কে অবস্থান নেন। তারা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে ওইসব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুজ্জামান বলেন, “ভাঙ্গার তিনটি পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। এখনো যান চলাচল বন্ধ রয়েছে।”

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ । ১১:৩৪ পূর্বাহ্ণ