খুঁজুন
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক, ১৪৩২

চট্টগ্রামে বন ধ্বংস:( সাবেক ছাত্রলীগ ক্যাডার) ফরেস্ট রেঞ্জার মানিকের বিরুদ্ধে বন ধ্বংসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ণ
চট্টগ্রামে বন ধ্বংস:( সাবেক ছাত্রলীগ ক্যাডার) ফরেস্ট রেঞ্জার মানিকের বিরুদ্ধে বন ধ্বংসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি
69
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগে  ফরেস্ট রেঞ্জার মানিকের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সম অভিযোগ উঠেছে  চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের তিন বন কমকর্তা বিরুদ্ধে ঘুষ বানিজ্য অভিযোগ উঠেছে অনেক আগে থেকে  রাঙ্গুনিয়া রেঞ্জে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে কোটি টাকার কাঠ পাচারের অভিযোগ উঠেছে ফরেস্ট রেঞ্জার মো. মেহেদী হাসান মানিকের  বিরুদ্ধে। দায়িত্ব গ্রহণের পর থেকেই বন কর্মকর্তা  নিয়মিতভাবে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার এবং বিক্রির সাথে সরাসরি যুক্ত বলে দাবি করেছেন একাধিক স্থানীয় ব্যক্তি ও বন বিভাগের কর্মীরা।বিশেষ করে রাঙ্গুনিয়া এভিয়ারি ও ইকো পার্ক এলাকায় নিয়মিতভাবে গাছ কেটে বিক্রি করা হচ্ছে। চন্দ্রঘোনার এক কাঠ ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, “বন থেকে প্রতিদিন রাতের আঁধারে কাঠ পাচার হচ্ছে ফরেস্ট রেঞ্জার, রেঞ্জ কর্মকর্তা, মেহেদী হাসান মানিকের সহায়তায় এসব কাঠ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে।” স্থানীয় সূত্র জানা গেছে  এ বছরের এপ্রিল মাস থেকে এ পর্যন্ত অন্তত ২৫টি মূল্যবান সেগুন গাছ পার্কের ভেতর থেকে কেটে বিক্রি করেছেন মানিক। প্রতি গাছের মূল্য গড়ে ৪০ হাজার টাকা হিসেবে এ টাকার পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। অভিযোগ রয়েছে, ঘটনা প্রকাশ পেলে তিনি লোকদেখানোভাবে ২৫০ ঘনফুট কাঠ জব্দ দেখিয়ে বন অফিসে হেফাজতে নেন। কিন্তু বন কর্মকর্তা মোতালেব আল আমিনের সহযোগিতায় সেই জব্দকৃত কাঠের ২০০ ঘনফুটই পরে ৪ লাখ টাকায় স্থানীয় কাঠ ব্যবসায়ীর কাছে আবারও বিক্রি করে দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন, যার আহ্বায়ক করা হয় সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেনকে। তবে স্থানীয়দের অভিযোগ, তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি এবং তদন্ত কার্যক্রমকেই ধামাচাপা দেওয়া হয়েছে। গোপন সূত্র দাবি করেছে, মোটা অংকের আর্থিক লেনদেনের মাধ্যমে তদন্ত প্রতিবেদন গায়েব করা হয়েছে। একজন বনকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ফরেস্ট রেঞ্জার মানিক শুধু গাছ বিক্রিই নয়, নিজেই কাঠ পাচারের লাইন পরিচালনা করেন। প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০টি কাভার্ডভ্যান, ট্রাক, পিকআপ— এসব যানবাহনের মাধ্যমে কাঠ পাচার হয়।” স্থানীয়দের দাবি, এই পাচারের রুট হলো কোদালা বিট থেকে রাঙ্গুনিয়া পার্ক পর্যন্ত এবং সেখান থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে বিভিন্ন গন্তব্যে। রেঞ্জ অফিসের তথ্য অনুসারে, এসব গাড়ি থেকে মানিক প্রতিটি গাড়ির জন্য ৫০ থেকে ৬০ হাজার টাকা করে ঘুষ নেন। এই অর্থের একটি অংশ স্থানীয় রাজনৈতিক নেতাদের মাঝেও ভাগ হয় বলে অভিযোগ উঠেছে।সম্প্রতি রাঙ্গুনিয়া থানার ওসি একটি কাঠবোঝাই ট্রাক আটক করলে সংশ্লিষ্ট কাঠ ব্যবসায়ী খোকন বলেন, তিনি ফরেস্ট রেঞ্জার মানিকের অনুমতিতেই কাঠ পরিবহন করছিলেন। ওসি বিষয়টি যাচাই করতে মানিককে ফোন করলে তিনি সরাসরি কিছু না বললেও বিষয়টি এড়িয়ে যান। বিশেষ অনুসন্ধানে জানা যায়, ফরেস্ট রেঞ্জার মানিক পার্কের মধ্যে ভোজ্য ও বনজ মিলিয়ে প্রায় ৫০০টি গাছ কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই ১৫ লাখ টাকার বিনিময়ে মাহবুব নামে এক রাজনৈতিক নেতার কাছে বিক্রি করেন। সরেজমিনে গিয়ে গাছ কর্তনের মোথা (গোড়ার অংশ) গুনে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বন সংরক্ষক কার্যালয় সূত্র জানায়, ফরেস্ট রেঞ্জারদের অবাধ কর্তৃত্ব এবং রাজনৈতিক যোগসাজশের কারণেই বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নীরব থাকতে বাধ্য হচ্ছেন। জানা গেছে, ৪ মাস আগে সিএফ (চিফ কনজারভেটর অফ ফরেস্ট) তার কার্যালয়ে এক গোপন বৈঠকে নতুন রেঞ্জারদের নিয়ে বিশেষ দিকনির্দেশনা দেন, এরপর থেকেই দুর্নীতির মাত্রা বেড়েছে।মানিকের বিরুদ্ধে ওঠা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও বেশ গুরুতর। অভিযোগ রয়েছে, তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছাত্রলীগ অনুসারী এবং তার সুপারিশেই বন অধিদপ্তরে নিয়োগ পা। এছাড়া স্থানীয়ভাবে তিনি ছাত্রলীগের সক্রিয় ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন।আলোচিত এই ফরেস্ট রেঞ্জারদের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন, তাদের অনেকেই ছাত্রলীগ-সমর্থিত পরিবার থেকে আসা এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়োগ সম্পন্ন করা হয় বলে দাবি করেছে একাধিক সূত্র।এ প্রসঙ্গে এক সাবেক বন কর্মকর্তা বলেন, “ফরেস্ট রেঞ্জার হলো দ্বিতীয় শ্রেণির সরকারী কর্মচারীর পদ। এটি কোনো বিসিএস ক্যাডার পদ নয়। কিন্তু নিয়োগপ্রাপ্তরা নিজেদের বিসিএস নন-ক্যাডার অফিসার হিসেবে পরিচয় দিয়ে কর্তৃত্ব ফলাচ্ছেন এবং দুর্নীতিকে বৈধতা দিচ্ছেন।”মানিক ও তার ঘনিষ্ঠ  কয়েকজনের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তারা নিয়মিতভাবে নিষিদ্ধ আওয়ামীলীগের কয়েকজন  সাবেক মন্ত্রী ও নেতাদের সাথে  চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গোপন বৈঠক করছেন এবং বন বিভাগের অভ্যন্তরে সরকারবিরোধী প্রচারণায় অংশ নিচ্ছেন। স্থানীয় বাসিন্দারা ও পরিবেশবাদী সংগঠনগুলো মানিকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। তাদের মতে, “বন সংরক্ষণ ও পরিবেশ রক্ষার স্বার্থে এই ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। নতুবা রাঙ্গুনিয়ার প্রাকৃতিক বন একদিন সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে।” চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “উপরের চাপের কারণে আমরা অনেক সময়ই কিছু বলতে পারি না। তবে যদি প্রশাসন আন্তরিক হয়, তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন ও দোষীদের বিচারের আওতায় আনা সম্ভব।” এই বিষয়ে মানিকের বক্তব্য নেওয়ার জন্য ফোন করা হলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।এই বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় বনকর্মকর্তা আবদুল্লা আল মানুম বলেন, তার বিষয়ে অভিযোগ পেয়েছি। দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত  আসছে  দ্বিতীয় পর্বে

রাবিতে ৪০ বছর পর ছাত্রশিবিরের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি,
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ
   
রাবিতে ৪০ বছর পর ছাত্রশিবিরের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত

চার দশকেরও বেশি সময় পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় সংগঠনটি।

সংগঠনটির ক্যাম্পাসে সর্বশেষ নবীনবরণ অনুষ্ঠিত হয়েছিল ১৯৮২ সালে। সেদিন শাখা ছাত্রমৈত্রী, জাসদ, ছাত্রলীগের বাধা ও পরবর্তী সংঘর্ষে ছাত্রশিবিরের চার কর্মী নিহত হন। এরপর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শিবির তাদের নবীনবরণ আয়োজন ক্যাম্পাসের বাইরে আয়োজন করে আসছিল।

নবীন বরণে এসে অনুভূতি প্রকাশ করে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী মাজহারুল ইসলাম ফাহিম বলেন, এরকম নবীনবরণ আমরা আর কোনো সংগঠনের কাছ থেকে পাইনি। আমাদের বলা হতো শিবির নারী বিদ্বেষী, শিবির রগ কাটে। কিন্তু বাস্তবতা হলো—আমরা তাদের যত কাছাকাছি গেছি, তত তাদের সম্পর্কে জেনেছি এবং তাদের মতাদর্শ বুঝতে পেরেছি। আমরা চাই আজকের এই ক্যারিয়ার গাইডলাইনের ধারাবাহিকতা বজায় থাকুক এবং শিক্ষার্থীদের সকল সমস্যায় তারা যেন সবসময় তৎপর থাকেন।

এসময় রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ১৯৮২ সালের ১১ মার্চ ছাত্রশিবির রাবি শাখা নবীনবরণ আয়োজন করতে চেয়েছিল। কিন্তু আপনারা অনেকেই জানেন সেদিন কী হয়েছিল। সেই ঘটনা আমাদের এখনো আবেগতাড়িত করে। সেই নবীনবরণ অনুষ্ঠানকে অন্যান্য মতাদর্শের ভাইয়েরা বুমেরাং হিসেবে ধরে নিয়েছিলেন। নবীনবরণ আয়োজনের পর আমাদের চার ভাই আর ঘরে ফিরে যেতে পারেনি। তাদের আঘাতে আমাদের চারজন ভাই শহীদ হয়েছিলেন। তারা হলেন সাব্বির ভাই, হামিদ ভাই, আইয়ুব ভাই এবং জব্বার ভাই। তারা ইসলামি ছাত্রশিবিরের পক্ষ থেকে সারা বাংলাদেশের প্রথম শহীদ হিসেবে আজও বিবেচিত। এ ঘটনার পর থেকেই প্রতি বছর ১১ মার্চ ছাত্রশিবির ‘শহীদ দিবস’ হিসেবে পালন করে। এটি ছিল রাবি ছাত্রশিবিরের প্রতি জুলুমের ইতিহাস।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন বলেন, অতীতে আমার ছাত্ররা ৮-১০ হাজার টাকা দিয়ে হলে উঠতে হতো। এই বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকার সিট বাণিজ্য হতো৷ আমরা হলগুলোতে মেধার ভিত্তিতে সিট বন্টন চালু করেছি৷৷ ফলে সিটবাণিজ্য বন্ধ হয়ে গেছে। অতীতে তুচ্ছ কারণে আমাদের ছাত্রদের জীবন দিতে হয়েছে৷ এই ক্যাম্পাসে পদ্মা সেতুর জন্য টাকা উঠানো হয়েছিল। সেই টাকা ভাগাভাগি নিয়ে মানুষ মেরে ফেলেছে৷

এদিন নবীনবরণের শুরুতেই শিক্ষার্থীদের নানারকম উপহার সামগ্রী প্রদান করা হয়৷ পরে শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু ও চাকসু ভিপি সাদিক কায়েম ও ইব্রাহিম হোসেন রনি। প্রধাম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও হল প্রভোস্ট, শাখা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় সাড়ে তিন হাজার নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রবা‌সী নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩:০৩ অপরাহ্ণ
   
ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রবা‌সী নিহত

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মাহাবুবুর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকাল সা‌ড়ে নয়টার দিকে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা লক্ষীপুর গ্রামে এই সংঘ‌র্ষের ঘটনা ঘটে।

নিহত মাহাবুবুর রহমান কালা লক্ষীপুর গ্রামের সাব্দার হোসেন বিশ্বাসের ছেলে ও কম্বোডিয়া প্রবাসী।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে পদ্মাকর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ন বিশ্বাস ও ওয়ার্ড বিএনপির কর্মী জিয়ারুল ইসলাম গ্রুপের সমর্থকদের মধ্যে সকাল সা‌ড়ে নয়টার দি‌কে সংঘর্ষ শুরু হয়। এ সময় হুমায়ন বিশ্বাস গ্রু‌পের লোকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রবাসী মাহাবুবুর রহমানকে কুপিয়ে মারাত্বক আহত করে। প‌রে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শ‌নিবার দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা মাহাবুবুর রহমান‌কে মৃত ঘোষনা করেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপরদিকে ঝিনাইদহ সদর উপ‌জেলার ফুরসন্ধি ইউনিয়নে বিএনপির ফিরোজ ও হামিদ গ্রুপের সংঘর্ষে ৭জন আহত হয়েছেন। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তার আশরাফুল আলম ওরফে হিরো আলম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ
   
গ্রেপ্তার আশরাফুল আলম ওরফে হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন । স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

এর আগে বুধবার হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। সেই প্রেক্ষিতেই আজ তাকে আটক করে পুলিশ।রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রী রিয়া মনি মামলাটি করেন। এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

You cannot copy content of this page